4
ইস্রায়েলের বিরুদ্ধে অভিযোগ 
 1 হে ইস্রায়েলীরা, তোমরা সদাপ্রভুর বাণী শোনো, 
কারণ তোমরা যারা দেশে বাস করো, 
সেই তোমাদের বিরুদ্ধে সদাপ্রভু একটি অভিযোগ আনতে চান: 
“দেশে কোনো বিশ্বস্ততা, কোনো ভালোবাসা নেই 
এবং ঈশ্বরকে কেউ স্বীকৃতি দেয় না। 
 2 এদেশে আছে কেবলই অভিশাপ, মিথ্যাচার ও নরহত্যা, 
চুরি ও ব্যভিচার; 
এরা সমস্ত সীমা লঙ্ঘন করে, 
এবং রক্তপাতের উপরে রক্তপাত করে। 
 3 এই কারণে এ দেশ শোকবিলাপ করে, 
এবং সেখানে বসবাসকারী সকলে নষ্ট হয়ে যাচ্ছে; 
মাঠের পশুরা ও আকাশের সব পাখি 
এবং সমুদ্রের সব মাছ মরে যাচ্ছে। 
 4 “কিন্তু কোনো মানুষ যেন কোনো অভিযোগ না করে, 
কেননা মানুষ যেন পরস্পরের বিরুদ্ধে দোষারোপ না করে, 
কারণ তোমার প্রজারা তাদেরই মতো, 
যারা যাজকের বিরুদ্ধে অভিযোগ করে। 
 5 তোমরা দিনে ও রাতে হোঁচট খাও, 
আর ভাববাদীরাও তোমাদের সঙ্গে হোঁচট খায়। 
সুতরাং আমি তোমাদের জননীকে ধ্বংস করব, 
 6 আমার প্রজারা জ্ঞানের অভাবে ধ্বংস হয়। 
“যেহেতু তোমরা জ্ঞান অগ্রাহ্য করেছ, 
ফলে আমিও আমার যাজকরূপে তোমাদের অগ্রাহ্য করছি; 
যেহেতু তোমরা তোমাদের ঈশ্বরের বিধান অবজ্ঞা করেছ, 
ফলে আমিও তোমাদের ছেলেমেয়েদের অবজ্ঞা করব। 
 7 যাজকেরা যত সমৃদ্ধ হয়েছে, 
তারা ততই আমার বিরুদ্ধে পাপ করেছে; 
তারা ঐশ গৌরবের বিনিময়ে গ্রহণ করেছে কলঙ্ককে। 
 8 তারা আমার প্রজাদের পাপে নিজেদের পুষ্ট করে 
এবং তাদের দুষ্টতাকে উপভোগ করে। 
 9 আর এরকমই হবে: যেমন প্রজা, তেমনই যাজকেরা। 
আমি উভয়কেই তাদের জীবনাচরণের জন্য শাস্তি দেব, 
এবং তাদের সব কাজের প্রতিফল দেব। 
 10 “তারা ভোজন করবে, কিন্তু তৃপ্ত হবে না, 
তারা বেশ্যাবৃত্তিতে লিপ্ত হবে, কিন্তু বহুবংশ হবে না, 
কারণ তারা সদাপ্রভুকে ত্যাগ করেছে 
নিজেদেরকে দিতে  11 বেশ্যাবৃত্তিতে; 
সুরা ও নতুন দ্রাক্ষারসে মত্ত হওয়ার জন্য, 
যেগুলি আমার প্রজাদের বুদ্ধি-বিবেচনা হরণ করে। 
 12 আমার লোকেরা কাঠের প্রতিমার কাছে পরামর্শ খোঁজে, 
এবং কাঠের তৈরি একটি লাঠি তাদের উত্তর দেয়। 
বেশ্যাবৃত্তির মানসিকতা তাদের ধ্বংসের পথে চালিত করে; 
তাদের ঈশ্বরের কাছে তারা অবিশ্বস্ত হয়েছে। 
 13 তারা পর্বতশীর্ষের উপরে বলিদান করে 
এবং বিভিন্ন পাহাড়ে হোমবলি উৎসর্গ করে, 
ওক, ঝাউ ও তার্পিন গাছের তলে 
যেখানে ছায়া বেশ মনোরম। 
সেই কারণে, তোমাদের কন্যারা বেশ্যাবৃত্তিতে 
ও তোমাদের পুত্রবধূরা ব্যভিচারে লিপ্ত হয়। 
 14 “তোমাদের কন্যারা বেশ্যাবৃত্তি গ্রহণ করলে, 
বা তোমাদের পুত্রবধূরা 
ব্যভিচারে লিপ্ত হলে, 
আমি তাদের শাস্তি দেব না, 
কারণ পুরুষেরা স্বেচ্ছায় দেবদাসদের সঙ্গে গোপন স্থানে যায় 
ও দেবদাসীদের সঙ্গে নৈবেদ্য উৎসর্গ করে, 
এই নির্বোধ জাতি ধ্বংস হয়ে যাবে! 
 15 “হে ইস্রায়েল, তুমি ব্যভিচার করলেও, 
যিহূদা যেন অপরাধী সাব্যস্ত না হয়। 
“তোমরা গিল্গলে পদার্পণ কোরো না, 
বেথ-আবনে* 4:15 বেথ-আবনের অর্থ, দুষ্টতার গৃহ (বেথেলের একটি নাম, যার অর্থ, ঈশ্বরের গৃহ) উঠে যেয়ো না। 
এবং ‘জীবন্ত সদাপ্রভুর দিব্যি,’ বলে শপথ কোরো না। 
 16 একগুঁয়ে বকনা-বাছুরের মতোই 
ইস্রায়েলীরা অনমনীয়। 
সুতরাং সদাপ্রভু কীভাবে তাদের মেষশাবকদের মতো 
চারণভূমিতে চরাবেন? 
 17 ইফ্রয়িম প্রতিমা সমূহে আসক্ত হয়েছে; 
তাকে একা ছেড়ে দাও! 
 18 এমনকি, যখন তাদের মদ্যপান সমাপ্ত হয়, 
তখনও তারা ব্যভিচার করে চলে; 
তাদের শাসকেরা লজ্জাকর জীবনাচরণ ভীষণ ভালোবাসে। 
 19 এক ঘূর্ণিবায়ু তাদের উড়িয়ে নিয়ে যাবে, 
এবং তাদের নৈবেদ্যগুলি তাদের জন্য বয়ে আনবে লজ্জা।