মীখা ভাববাদীর পুস্তক  
 1
শমরিয়া এবং ইস্রায়েল শাস্তি পাবে 
 1 প্রভুর বাক্য মীখার কাছে এল| এটা ছিল যোথম, আহস এবং হিষ্কিয় এই রাজাদের রাজত্বের কাল| এঁরা ছিলেন যিহূদার রাজা| মীখা ছিলেন মোরেষ্টীয়ের বাসিন্দা| শমরিয়া এবং জেরুশালেমের সম্বন্ধে মীখার এই দর্শন হয়েছিল| 
 2 ওহে লোকেরা, তোমরা শোন! 
পৃথিবী এবং পৃথিবীর সমস্ত জিনিষ, তোমরা শোন! 
আমার প্রভু সদাপ্রভু তাঁর পবিত্র মন্দির থেকে আসবেন| 
আমার প্রভু তোমাদের বিরুদ্ধে সাক্ষী হিসাবে আসবেন| 
 3 দেখো, প্রভু তাঁর স্থান হতে বের হয়ে আসছেন| 
তিনি পৃথিবীর উচ্চ স্থানগুলির উপর দিয়ে হেঁটে য়াবার জন্য আসছেন| 
 4 তাঁর পায়ের তলার পর্বতগুলি গলতে শুরু করবে, 
যেমন মোম আগুনের সংস্পর্শে এসে গলে যায়| 
উপত্যকাগুলি ফেটে যাবে 
এবং উঁচু পাহাড় থেকে পড়া জলের মতো নীচের দিকে বইতে থাকবে| 
 5 কিন্তু কেন? 
কারণ হল, যাকোবের পাপ এবং ইস্রায়েল জাতির পাপসমূহ| 
শমরিয়া, পাপের কারণ 
কি কারণে যাকোব পাপ করল? 
শমরিয়াই তার কারণ| 
যিহূদাতে আরাধনা করার উচ্চ স্থান কোথায়? 
জেরুশালেমই কি সেই জায়গা নয়! 
 6 সেই কারণেই, আমি শমরিয়াকে একটি পাথরের স্তুপ বানিয়ে দেব 
এবং দ্রাক্ষা ক্ষেতের জন্য তৈরী একটি স্থান| 
আমি শমরিয়ার পাথরগুলোকে নীচের উপত্যকায় ঠেলে দেব, 
ফলে কেবল তার ভিতটা পড়ে থাকবে! 
 7 তার সব মূর্ত্তিগুলি টুকরো টুকরো করে ভেঙ্গে দেওয়া হবে| 
বেশ্যাবৃত্তি করে যে অর্থ শমরিয়া রোজগার করেছিল তাও আগুনে পুড়িয়ে দেওয়া হবে| 
আমি তার সব ভ্রান্ত দেবদেবীর মূর্ত্তিগুলো ধ্বংস করব| 
কিন্তু কেন? কারণ আমার প্রতি অবিশ্বস্ত হয়ে শমরিয়া তার ধন লাভ করেছে| 
তাই আমার প্রতি অবিশ্বস্ত লোকেরাই আবার সেই সব নিয়ে নেবে| 
মীখার গভীর দুঃখ 
 8 যা ঘটবে তাতে আমি খুবই দুঃখিত হব| 
আমি জুতো এবং জামা-কাপড় ছাড়াই যাব| 
আমি শেয়ালের মতো উচ্চস্বরে চিৎকার করব; 
পাখির মতো শোক করব| 
 9 শমরিয়ার ক্ষতের কোন রকম আরোগ্য সম্ভব নয়| 
তার রোগ (পাপ) যিহূদাতে ছড়িয়েছে| 
আর তা আমার প্রজাদের দরজার কাছে এসে পৌঁছেছে| 
শেষে জেরুশালেমের সর্বত্র ছড়াচ্ছে| 
 10 একথা গাতে বোলো না| 
আক্কোতে কেঁদো না| 
বৈৎ-লি-অফ্রার ধূলোয় নিজেকে গড়িয়ে দাও| 
 11 শাফীরে বসবাসকারী তোমরা 
নগ্ন ও লজ্জিত অবস্থায় রাস্তা পার হও| 
সাননে বসবাসকারী লোকেরা বাইরে আসবে না| 
বৈৎ-এৎসলের শোক বিগ্রহ 
তোমাদের কাছ থেকে তার সম্মান নিয়ে নেবে| 
 12 ভালো খবর আসবার অপেক্ষায় থেকে 
মরোতের লোকেরা দুর্বল হয়ে গিয়েছিল| 
কিন্তু কেন? 
কারণ ঈশ্বরের, কাছে থেকে জেরুশালেম শহরের দরজায় কিছু খারাপ জিনিস নেমে আসছে| 
 13 হে লাখীশ কন্যা, তুমি রথের সঙ্গে একটি দ্রুতগামী ঘোড়া জুড়ে দাও| 
সিয়োনের পাপগুলো লাখীশেই আরম্ভ হয়েছিল| 
কিন্তু কেন? 
কারণ, তুমি ইস্রায়েলের পাপের পথই অনুসরণ করেছ| 
 14 সেজন্য তুমি বিদায়ী উপহারগুলো 
অবশ্যই মোরেষত্-গাৎকে দেবে| 
অক্য়ীবের বাড়ীগুলো 
ইস্রায়েলের রাজাদের প্রতারিত করবে| 
 15 তোমরা যারা মারেশাতে বাস করছ, 
আমি তোমাদের বিরুদ্ধে একজন লোককে আনব| 
সেই লোকটি তোমাদের অধিকারের জিনিসগুলো নিয়ে নেবে| 
ইস্রায়েলের মহিমা (ঈশ্বর) অদুল্লমে আসবে| 
 16 সেজন্য নিজেদের চুল কেটে ফেল, মাথা টাক করে ফেল| 
কিন্তু কেন? কারণ তুমি সেই সমস্ত সন্তানদের জন্য কাঁদবে যাদের তুমি ভালোবাসো| 
তোমাদের চুল কেটে ফেল এবং ঈগলের মতো নিজেদের মাথা টাক করে ফেলে তোমাদের দুঃখপ্রকাশ করো| 
কিন্তু কেন? কারণ তোমাদের সন্তানদের তোমাদের কাছ থেকে নিয়ে নেওয়া হবে|