110
দায়ূদের প্রশংসা গীতগুলির অন্যতম| 
 1 প্রভু আমার মনিবকে বলেছেন, 
“যতক্ষণ পর্যন্ত আমি তোমার শত্রুকে তোমার অধীনে না এনে দিই ততক্ষণ আমার ডান দিকে বস|” 
 2 প্রভু তোমার রাজ্য বাড়াতে সাহায্য করবেন, তোমার রাজ্য সিয়োনে শুরু হবে 
যতদিন পর্যন্ত তুমি তোমার শত্রুদের তাদের নিজেদের রাজ্যে শাসন করবে, ততদিন তা বাড়তে থাকবে| 
 3 যখন আপনি আপনার সৈন্যদের একত্রিত করবেন, 
তখন আপনার লোকরা স্বেচ্ছায় আপনার সঙ্গে যোগ দেবে| 
ওরা ওদের বিশেষ পোশাক পরে অতি প্রত্যুষে মিলিত হবে| 
জমিতে পড়া শিশির কণার মত ওই তরুণরা আপনার চারদিকে থাকবে| 
 4 প্রভু একটা প্রতিশ্রুতি দিয়েছেন 
এবং তিনি তাঁর মত পরিবর্তন করবেন না| 
“তুমি চিরদিনের জন্য একজন যাজক, একটি বিশিষ্ট রীতির যাজকের মত, 
যেমন মল্কীষেদক ছিল সেইরকম|” 
 5 আমার প্রভু আপনার ডান দিকে রয়েছে| 
যখন তিনি ক্রুদ্ধ হন তখন তিনি অন্যান্য রাজাদের পরাজিত করেন| 
 6 ঈশ্বর জাতি সকলের বিচার করবেন| 
জমিটি মৃতদেহে ঢেকে যাবে 
এবং ঈশ্বর শক্তিশালী জাতির নেতাদের শাস্তি দেবেন| 
 7 রাস্তার ধারের ঝর্ণা থেকে রাজাকে জল পান করতে হবে| 
তারপর সে বিজয়ী হয়ে তার মাথা তুলবে!