33
 1 তাই এখন, ইয়োব, 
আমি আপনাকে অনুনয় করি, 
আমার কথা শুনুন; আমার সমস্ত কথা শুনুন। 
 2 এখন দেখুন, আমি আমার মুখ খুলেছি; 
আমার জিভ আমার মুখের ভিতরে কথা বলেছে। 
 3 আমার কথা আমার হৃদয়ের ন্যায়পরায়ণতার বাক্য বলবে; 
আমার ঠোঁট যা জানে, তারা অকপটে তা বলবে। 
 4 ঈশ্বরের আত্মা আমায় বানিয়েছেন; 
সর্বশক্তিমানের নিঃশ্বাস আমায় জীবন দিয়েছে। 
 5 যদি আপনি পারেন, আমায় উত্তর দিন; 
আপনার কথা আমার সামনে সাজিয়ে রাখুন 
এবং উঠে দাঁড়ান। 
 6 দেখুন, আমিও ঠিক আপনার মত ঈশ্বরের চোখে; 
আমিও মাটি থেকেই তৈরী। 
 7 দেখুন, আমার আতঙ্ক আপনাকে ভয় পাওয়াবে না; 
না আমার চাপ আপনার কাছে খুব ভারী হবে। 
 8 আপনি আমার কানের কাছে কথা বলেছেন; 
আমি আপনার কথার আওয়াজ শুনেছি, 
 9 আমি শুচি এবং পাপ বিহীন; 
আমি নির্দোষ এবং আমার মধ্যে কোন পাপ নেই। 
 10 দেখুন, ঈশ্বর আমাকে আক্রমণ করার সুযোগ খোঁজেন; 
তিনি আমায় তাঁর শত্রু মনে করেন। 
 11 তিনি আমার পায়ে বেড়ি পরান; 
তিনি আমার সমস্ত পথে দৃষ্টি রাখেন। 
 12 দেখুন, আমি আপনাকে উত্তর দেব: এই বলে যে আপনি সঠিক নন, 
কারণ ঈশ্বর মানুষের থেকে মহান। 
 13 কেন আপনি তাঁর বিরুদ্ধে বিবাদ করছেন? 
তিনি তাঁর মানুষের কোন কা* তিনি তাঁর কোনো কাজের উত্তর দেন না জের হিসাব দেন না। 
 14 কারণ ঈশ্বর একবার বলেন বরং, 
দুবার বলেন, যদিও মানুষ তা লক্ষ্য করে না। 
 15 স্বপ্নে, রাত্রির দর্শনে, যখন গভীর ঘুমে মানুষ আচ্ছন্ন হয়, 
বিছানায় গভীর ভাবে ঘুমায় 
 16 তখন ঈশ্বর মানুষের কান খোলেন 
এবং সতর্কবার্তায় তাদের ভয় দেখান। 
 17 মানুষকে তার পাপময় উদ্দেশ্য থেকে ফেরাতে 
এবং তার থেকে অহঙ্কার দূরে রাখেন। 
 18 ঈশ্বর গর্ত থেকে মানুষের জীবন বাঁচান, 
মৃত্যু থেকে তার জীবন রক্ষা করেন। 
 19 মানুষ তার বিছানায় ব্যাথায় শাস্তি পায়, 
তার হাড়ের অবিরত অসম্ভব যন্ত্রণায়, 
 20 যাতে তার জীবন খাবার ঘৃণা করে 
এবং তার প্রাণ সুস্বাদু খাবার ঘৃণা করে। 
 21 তা মাংস ক্ষয়ে চলে যায় যাতে তা দেখা না যায়; 
তার হাড়, একদিন দেখা যেত না, 
কিন্তু এখন বেরিয়ে পড়েছে। 
 22 সত্যি, তার প্রাণ গর্তের কাছাকাছি, 
তার জীবন তাদের হাতে যারা তা ধ্বংস করতে চায়। 
 23 কিন্তু যদি সেখানে কোন স্বর্গদূত থাকে যে তার মধ্যস্থকারী হতে পারে, 
একজন মধ্যস্থকারী, 
একজন হাজার জনের মধ্যে থেকে, 
তাকে দেখাতে কোনটা ঠিক কাজ, 
 24 এবং যদি সেই স্বর্গদূত তার প্রতি সদয় হন এবং ঈশ্বরকে বলেন, 
এই লোকটিকে গর্তে নেমে যাওয়া থেকে রক্ষা করুন; 
আমি প্রায়শ্চিত্ত পেয়েছি, 
 25 তখন তার মাংস বাচ্চাদের থেকেও সতেজ হবে; 
সে তার যৌবন শক্তির দিনের ফিরে যাবে। 
 26 সে ঈশ্বরের কাছে প্রার্থনা করবে 
এবং ঈশ্বর তার প্রতি সদয় হবেন, 
যাতে সে আনন্দের সাথে ঈশ্বরের মুখ দেখে। 
ঈশ্বর সেই লোককে তাঁর ধার্ম্মিকতা দেবেন। 
 27 তখন সেই লোক অন্য সমস্ত লোকের সামনে গান করবে 
এবং বলবে, আমি পাপ করেছি 
এবং যা ঠিক ছিল তা বিকৃত করেছি, 
কিন্তু আমার পাপের জন্য কোন শাস্তি পাইনি। 
 28 ঈশ্বর গর্তে নেমে যাওয়া থেকে আমার প্রাণকে রক্ষা করেছেন; 
আমার জীবন আলো দেখবে। 
 29 দেখ, ঈশ্বর এই সমস্ত একজন মানুষের জন্য করেছেন, 
হ্যাঁ দুবার, এমনকি তিনবার করেছেন, 
 30 তার জীবন নরক থেকে ফিরিয়ে আনতে, 
যাতে সে জীবন্ত লোকেদের আলোয় আলোকিত হয়। 
 31 ইয়োব, মনোযোগ দিন 
এবং আমার কথা শুনুন; আপনি চুপ করে থাকুন 
এবং আমি কথা বলব। 
 32 যদি আপনার কোন কথা থাকে, 
আমাকে বলুন; কথা বলুন, 
কারণ আমি প্রমাণ করতে চাই যে আপনি ন্যায়ী। 
 33 যদি না থাকে, তবে আমার কথা শুনুন; 
চুপ করে থাকুন এবং আমি আপনাকে প্রজ্ঞা শিক্ষা দেব।