2
যিরূশালেমের অবরোধ, কষ্ট ও ধ্বংস। 
 1 প্রভু তাঁর ক্রোধে সিয়োনের মেয়েকে 
কেমন মেঘে ঢেকেছেন! 
তিনি ইস্রায়েলের সৌন্দর্য্য স্বর্গ থেকে পৃথিবীতে ফেলেছেন; 
তিনি তাঁর ক্রোধের দিনের নিজের পা রাখার জায়গাকে মনে করেননি। 
 2 প্রভু যাকোবের সমস্ত বাসস্থান গ্রাস করেছেন 
এবং কোনো দয়া করেননি; 
তিনি ক্রোধে যিহূদার মেয়ের দৃঢ় দুর্গগুলি সব উপড়ে ফেলে দিয়েছেন, 
তিনি সে সব জায়গা থেকে তাদের তাড়িয়ে দিয়েছেন; 
রাজ্য ও তার নেতাদেরকে অশুচি করেছেন। 
 3 তিনি প্রচণ্ড রাগে ইস্রায়েলের সব শক্তি* শিং  উচ্ছেদ করেছেন, 
তিনি শত্রুর সামনে থেকে নিজের ডান হাত টেনে নিয়েছেন, 
চারদিকে আগুনের শিখার মতো তিনি যাকোবকে জ্বালিয়েছেন। 
 4 তিনি শত্রুর মতো নিজের ধনুকে টান দিয়েছেন। 
বিপক্ষের মতো ডান হাত তুলে দাঁড়িয়েছেন, 
আর যারা চোখে মূল্যবান তাদের সবাইকে হত্যা করেছেন; 
তিনি সিয়োনের মেয়ের তাঁবুর মধ্যে আগুনের মতো রাগ ঢেলে দিয়েছেন। 
 5 প্রভু শত্রুর মত হয়েছেন, তিনি ইস্রায়েলকে গ্রাস করেছেন, 
তিনি তার সমস্ত প্রাসাদগুলি গ্রাস করেছেন, 
তার সমস্ত দুর্গগুলি ধ্বংস করেছেন, 
তিনি যিহূদার মেয়ের শোক ও বিলাপ বাড়িয়ে দিয়েছেন। 
 6 তিনি বাগানবাড়ির মত নিজের সমাগম তাঁবুতে আঘাত করেছেন। 
তিনি মিলন স্থানকে ধ্বংস করেছেন; 
সদাপ্রভু সিয়োনে পর্ব ও বিশ্রামবারকে ভুলিয়ে দিয়েছেন, 
প্রচণ্ড রাগে রাজাকে ও যাজককে অগ্রাহ্য করেছেন। 
 7 প্রভু তাঁর যজ্ঞবেদি দূর করেছেন; 
নিজের পবিত্র জায়গা ত্যাগ করেছেন; 
তিনি তার প্রাসাদের ভিত শত্রুদের হাতে দিয়েছেন; 
তারা সদাপ্রভুর গৃহের মধ্যে নির্দিষ্ট পর্বের দিনের উল্লাস করেছে। 
 8 সদাপ্রভু সিয়োনের মেয়ের শহরের দেওয়াল ধ্বংস করার জন্য সংকল্প করেছেন; 
তিনি পরিমাপের রেখাকে প্রসারিত করেছেন এবং 
ধ্বংস করার থেকে নিজের হাতকে সরিয়ে নেননি; 
তিনি পরিখা ও দেওয়ালকে বিলাপ করিয়েছেন এবং 
সেগুলি একসঙ্গে দুর্বল করেছেন। 
 9 তার সব শহরের ফটকগুলো মাটিতে ঢুকে গিয়েছে, 
তিনি তার খিল নষ্ট করেছেন এবং 
ভেঙে দিয়েছেন; তার রাজা ও নেতারা জাতিদের মধ্যে থাকে, 
যেখানে মোশির কোনো ব্যবস্থা নেই; 
এমনকি তার ভাববাদীরা সদাপ্রভুর থেকে কোনো দর্শন পায় না। 
 10 সিয়োনের মেয়ের প্রাচীনেরা মাটিতে বসে আছে, 
নীরবে দুঃখিত হয়ে আছে; তারা নিজের নিজের মাথায় ধূলো ছড়িয়েছে, 
তারা কোমরে চট পরেছে, 
যিরূশালেমের কুমারীরা মাটিতে তাদের মাথা নীচু করছে। 
 11 আমার চোখ দুটির জল শেষ হয়ে দুর্বল হয়ে পড়েছে, 
আমার অন্ত্রে যন্ত্রণা হচ্ছে; 
আমার হৃদয় মাটিতে ঢেলে দেওয়া হচ্ছে, 
কারণ আমার লোকের মেয়ে ধ্বংস হচ্ছে, 
কারণ শহরের রাস্তায় রাস্তায় ছেলেমেয়েরা 
ও স্তন্যপায়ী শিশুরা দুর্বল হচ্ছে। 
 12 তারা তাদের মায়েদের বলে, “গম আর আঙ্গুর রস কোথায়?” 
কারণ শহরের রাস্তায় রাস্তায় আহত লোকদের মতো দুর্বল হয়ে যায়, 
তাদের মায়ের বুকে তাদের নিজেদের জীবন ত্যাগ করে। 
 13 হে যিরূশালেমের মেয়েরা, 
তোমার বিষয়ে কি বলে সাক্ষ্য দেব? 
কিসের সঙ্গে তোমার উপমা দেব? 
সিয়োন কুমারী, সান্ত্বনার জন্য কিসের সঙ্গে তোমার তুলনা করব? 
কারণ তোমার ধ্বংস সমুদ্রের মতো বিশাল, 
তোমায় কে সুস্থ করবে? 
 14 তোমার ভাববাদীরা তোমার জন্য মিথ্যা ও 
বোকামির দর্শন পেয়েছে, 
তারা তোমার বন্দীদশা ফেরাবার জন্য তোমার অপরাধ প্রকাশ করে নি, 
কিন্তু তোমার জন্য মিথ্যা ভাববাণী সব এবং 
নির্বাসনের বিষয়গুলি দেখেছে। 
 15 যারাই রাস্তা দিয়ে যায়, 
তারা তোমার উদ্দেশ্যে হাততালি দেয়; 
তারা শিস দিয়ে যিরূশালেমের মেয়ের দিকে মাথা নেড়ে বলে, 
“এ কি সেই শহর যা ‘নিখুঁত সৌন্দর্য্যের জায়গা’, 
‘সমস্ত পৃথিবীর আনন্দের জায়গা’ নাম পরিচিত ছিল?” 
 16 তোমার সব শত্রুরা তোমার বিরুদ্ধে মুখ বড় করে খুলেছে। 
তারা শিস দেয় এবং দাঁতে দাঁত ঘষে, তারা বলে, 
“আমরা তাঁকে গ্রাস করলাম, 
এটা সেই দিন যার জন্য আমরা অপেক্ষা করছিলাম; 
আমরা খুঁজে পেলাম, দেখলাম।” 
 17 সদাপ্রভু যা ঠিক করেছেন সেটাই করেছেন; 
অতীতে তিনি যা আদেশ করেছিলেন সেই কথা পূর্ণ করেছেন, 
তিনি ছিঁড়ে ফেলে দিয়েছেন এবং 
দয়া করেননি; তিনি শত্রুকে তোমার ওপরে আনন্দ করতে দিয়েছেন, 
তোমার বিপক্ষদের শিং উঁচু করেছেন। 
 18 তাদের হৃদয় প্রভুর কাছে কেঁদেছে; 
“সিয়োনের মেয়ের দেওয়াল! 
দিন রাত চোখের জল নদীর স্রোতের মতো বয়ে যাক, 
নিজেকে কোনো বিশ্রাম দিও না, তোমার চোখকে থামতে দিও না। 
 19 দাঁড়াও এবং রাতের প্রত্যেক প্রহরের শুরুতে কাঁদ, 
প্রভুর সামনে তোমার হৃদয় জলের মতো ঢেলে দাও, 
তার দিকে হাত তোমার হাত তোলো, 
তোমার ছেলে মেয়েদের প্রাণের জন্য, 
যারা সব রাস্তার মাথায় খিদেতে দুর্বল আছে।” 
 20 দেখ, হে সদাপ্রভু, 
বিবেচনা কর তুমি কার প্রতি এমন ব্যবহার করছে? 
নারীরা কি তার ছেলেমেয়েদেরকে খাবে, 
যাদেরকে তারা যত্ন করেছে? 
প্রভুর পবিত্র জায়গায় কি যাজক ও ভাববাদী মারা যাবে? 
 21 অল্প বয়সী যুবকরা ও বুড়োরা রাস্তায় রাস্তায় মাটিতে পড়ে আছে, 
আমার কুমারীরা ও যুবকেরা তরোয়ালের আঘাতে পড়ে গেছে; 
তুমি নিজের রাগের দিনের তাদেরকে হত্যা করেছ; 
তুমি নির্মমভাবে হত্যা করেছ এবং দয়া দেখাও নি। 
 22 তুমি চারিদিক থেকে আমার শত্রু 
পর্বের দিনের মতো নিমন্ত্রণ করেছ; 
সদাপ্রভুর রাগের দিনের ছাড়া পাওয়া এবং 
রক্ষা পাওয়া কেউই থাকল না; 
যাদের আমি দেখাশোনা ও লালন পালন করতাম, 
আমার শত্রুরা তাদেরকে ধ্বংস করেছে।