যিরমিয় এবং পশ্হূর 
20
1 পশ্হূর ছিল এক যাজক| প্রভুর উপাসনাগৃহের সে ছিল প্রধান যাজক| পশ্হূরের পিতার নাম ছিল ইম্মের| পশ্হূর শুনতে পেল প্রভুর উপাসনাগৃহের চত্বরে যিরমিয় ধর্মোপদেশ প্রচার করছে| 
2 তাই সে ভাববাদী যিরমিয়কে প্রহার করেছিল| সে যিরমিয়র হাত এবং পাগুলি কাঠের গুঁড়ির মাঝখানে বেঁধে রেখেছিল| এটা ঘটেছিল প্রভুর মন্দিরে বিন্যামীনের উচ্চতর ফটকে| 
3 পরদিন যখন পশ্হূর যিরমিয়কে সেই কাঠের খণ্ডের ভেতর থেকে বের করে আনল তখন যিরমিয় পশ্হূরকে বলেছিল, “তোমার, পশ্হূর নামটি প্রভুর দেওয়া নয়| এখন প্রভু তোমার নাম দিলেন সর্বদিকের সন্ত্রাস| 
4 এটা তোমার নাম, কারণ প্রভু বলেছেন, ‘শীঘ্রই আমি তোমাকে তোমার নিজের কাছেই একটি সন্ত্রাসে পরিণত করব| তুমি তোমার সমস্ত বন্ধু-বান্ধবের কাছেও সন্ত্রাস হিসেবে পরিচিতি পাবে| তুমি লক্ষ্য করবে শত্রুর তরবারি তোমার বন্ধুদের হত্যা করছে| আমি যিহূদার সমস্ত লোকদের বাবিলের রাজাকে দিয়ে দেব| তিনি তাদের বাবিলে নিয়ে যাবেন| তাঁর সৈন্যরা তাদের তরবারি দিয়ে মেরে ফেলবে| 
5 ধনসম্পদ অর্জন করতে জেরুশালেমের মানুষ পরিশ্রম করেছিল| কিন্তু আমি তাদের সমস্ত ধনসম্পদ শত্রুদের দিয়ে দেব| যিহূদার রাজাদেরও প্রচুর ঐশ্চর্য় ছিল| আমি সেই ঐশ্বর্যও শত্রুদের দিয়ে দেব| শত্রুবাহিনী সেই সব ধনসম্পদ ঐশ্বর্য সমেত যিহূদার লোকদেরও বাবিলে নিয়ে যাবে| 
6 পশ্হূর, তুমি এবং তোমার পরিবারও এর থেকে মুক্তি পাবে না| তোমাকে বাধ্য করা হবে বাবিলে চলে যাওয়ার জন্য| তোমার মৃত্যু হবে বাবিলে| সেখানেই তোমাকে সমাহিত করা হবে| তুমি তোমার বন্ধুদের কাছে মিথ্যা ধর্মোপদেশ প্রচার করেছিলে| তুমি বলেছো এটা ঘটবে না| কিন্তু তোমার বন্ধুরাও বাবিলে মারা যাবে এবং সেখানেই তাদের সমাহিত করা হবে|’” 
যিরমিয়র পঞ্চম অভিযোগ 
7 প্রভু, আপনি কৌশল করেছিলেন এবং আমি প্রতারিতা হয়েছিলাম| 
আপনি আমার চেয়ে শক্তিশালী তাই আপনি জিতে গেলেন| 
আমি মানুষের কাছে হাস্যকর হয়ে গেলাম| 
ওরা আমাকে নিয়ে সারাদিন ধরে হাসাহাসি করল| 
8 আমি যখনই কথা বলি, 
হিংসা ও ধ্বংসের বিরুদ্ধে চেঁচাই| 
প্রভুর বার্তা আমি লোকেদের জানিয়ে এসেছি| 
কিন্তু লোকরা আমাকে অপমান করেছে, 
আমাকে নিয়ে উপহাস করেছে| 
9 কখনো আমি নিজে নিজে বলেছি, 
“আমি প্রভুকে ভুলে যাব| 
প্রভুর নাম করে আর কথা বলব না|” 
যখন আমি একথা বলি তখনই প্রভুর বার্তা আমার শরীরের ভেতরে আগুনের মতো জ্বালায় পোড়ায়| 
হাড়ের ভেতর সেই জ্বালা পোড়া এমনভাবে ছড়িয়ে পড়ে 
যে আমি আর ঠিক থাকতে পারি না, ক্লান্ত হয়ে পড়ি| 
প্রভুর বার্তা শরীরের ভেতরে আর ধরে রাখতে পারি না| 
10 আমি শুনতে পাচ্ছি লোকরা আমার বিরুদ্ধে ফিসফিস করে কথা বলছে| 
সব জায়গায় একই কথা শুনে আমি ভয় পাই| 
এমন কি আমার বন্ধুরাও আমার বিরুদ্ধে কথা বলছে| 
লোকরা আমার ভুল করবার অপেক্ষায় রয়েছে| 
তারা বলছে, 
“চলো আমরা একটা মিথ্যে কথা বলি যে সে একটা ভীষণ খারাপ কাজ করেছে| 
অসৎ কাজ করি| 
আমরা হয়তো যিরমিয়কে প্রতারণাপূর্বক কৌশল করতে পারব| 
তাহলে পরিশেষে আমরা তার হাত থেকে মুক্তি পাবো| 
তারপর আমরা তাকে বন্দী করব এবং প্রতিশোধ নেব|” 
11 কিন্তু প্রভু আমার সঙ্গে আছেন| 
প্রভু একজন শক্তিশালী সৈন্যের মত| 
তাই লোকরা যারা আমাকে তাড়া করছে 
তারা হোঁচট খাবে| 
তারা আমাকে হারাতে পারবে না| 
তারা নিজেরাই হেরে গিয়ে হতাশ হবে| 
তারা এমন অপমানিত হবে যে 
সেই লজ্জা তারা কখনো ভুলতে পারবে না| 
12 সর্বশক্তিমান প্রভু তুমি সৎ লোকদের পরীক্ষা করো| 
তুমি আমাদের হৃদয়ের এবং মনের ভেতর গভীরভাবে দেখ| 
আমি তোমার সামনে ঐ সব লোকদের বিরুদ্ধে যুক্তিসমূহ এনেছিলাম 
যাতে হয়ত আমি দেখতে পাই যে তুমি ওদের শাস্তি দেবে| 
13 প্রভুর কাছে গান কর! 
তাঁর প্রশংসা কর| 
প্রভু অসহায় মানুষকে ক্ষতিকর মানুষের কবল থেকে রক্ষা করেন| 
যিরমিয়র ষষ্ঠ অভিযোগ 
14 অভিশাপ দাও সেই দিনটিকে যেদিন আমি জন্ম নিয়েছিলাম| 
যেদিন আমার মা আমাকে পেয়েছিল সেই দিনটিকে আশীর্বাদ কোরো না| 
15 অভিশাপ দাও সেই মানুষটিকে যে আমার পিতাকে আমার জন্ম সংবাদ দিয়েছিল| 
সে বলেছিল, “তোমার একটি পুত্র সন্তান হয়েছে|” 
সে আমার পিতাকে এই সংবাদ দিয়ে খুশী করেছিল| 
16 ঐ মানুষটিরও দশা হোক্ সেই সব শহরের মতো যেগুলো প্রভু ধ্বংস করেছেন| 
প্রভু ঐ শহরগুলির ওপর কোন করুণা দেখান নি| 
ঐ মানুষটি যেন প্রত্যেকদিন সকালে যুদ্ধের আর্তনাদ শুনতে পায়| 
দুপুর বেলায় সে যুদ্ধনাদ শুনুক| 
17 কারণ সে আমাকে 
মাতৃগর্ভে থাকাকালীন হত্যা করেনি| 
সে যদি আমাকে হত্যা করত 
তাহলে আমার কবর হত| 
আমার মাতৃগর্ভ এবং আমি কখনও জন্মগ্রহণই করতাম না| 
18 আমাকে কেন আমার মাতৃগর্ভ থেকে বাইরে আসতে হল? 
আমি এই পৃথিবীতে যা কিছু দেখেছি তা হল দুঃখ এবং সমস্যাসমূহ| 
এবং আমার জীবন শেষ হবে দুঃখে ও অপমানে|