25
ঈশ্বরের প্রতি প্রার্থনাগীত
প্রভু, আপনিই আমার ঈশ্বর|
আপনাকে আমি সম্মান করি এবং আপনার নামের প্রশংসা করি|
আপনি বিস্ময় সৃষ্টি করেছেন|
বহুদিন আগে আপনি যা যা বলেছিলেন তা বর্ণে বর্ণে সত্যে পরিণত হয়েছে|
আপনি যা যা ঘটার কথা বলেছিলেন ঠিক তাই তাই ঘটেছে|
আপনি শহর ধ্বংস করেছেন|
যে শহর ছিল শক্তিশালী প্রাচীর দিয়ে ঘেরা তা এখন ধ্বংসস্তূপ মাত্র|
বিদেশী প্রাসাদ সব ধ্বংস হয়ে গিয়েছে|
তা আর কোন দিনও নির্মাণ করা যাবে না|
শক্তিমান দেশগুলি আপনাকে শ্রদ্ধা করবে, সম্মান জানাবে|
শক্তিশালী শহরের ক্ষমতাবান লোকরা আপনাকে ভয় পাবে এবং সম্মান করবে|
প্রভু আপনিই দরিদ্রদের কাছে এক নিরাপদ আশ্রয়|
এদের পরাজিত করতে প্রভুত সমস্যা শুরু হবে|
কিন্তু আপনি তাদের রক্ষা করবেন|
প্রভু, আপনি লোকদের কাছে বন্যা ও দাবদাহ থেকে রক্ষা পাবার মতো সুরক্ষিত গৃহ|
ভয়ঙ্কর ঝড় বৃষ্টির মতো সংকটসমূহ আসবে এবং দেওয়ালে ধাক্কা মারবে, কিন্তু গৃহের ভেতরের লোকরা আঘাত পাবে না|
শত্রুরা এসে চিৎকার চেঁচামেচি গোলমাল শুরু করবে|
ভয়ঙ্কর শত্রুরা আরও ভয়ঙ্কর হয়ে উঠে আহবান জানাবে|
কিন্তু ঈশ্বর আপনিই তাদের থামিয়ে দেবেন|
যদিও গ্রীষ্মে মরুভূমিতে কয়েকটি উদ্ভিদ জন্মায়, পরিশেষে তারা শুকিয়ে যাবে এবং ভূমিতে পতিত হবে|
একই ভাবে, আপনিও আপনার শত্রুদের পরাজিত করবেন এবং তাদের হাঁটু গেড়ে বসতে বাধ্য করবেন|
ঘন মেঘ যেমন গ্রীষ্মের প্রখর উত্তাপকে আটকে দেয় ঠিক সেই ভাবে আপনিও শত্রুদের ভয়ঙ্কর চিৎকার থামিয়ে দেবেন|
অনুগতদের জন্য ঈশ্বরের মহাভোজ
সেই সময়, প্রভু সর্বশক্তিমান এই পর্বতের সমস্ত জাতিকে এক ভুরিভোজে আপ্যাযিত করবেন| সেই ভোজে সেরা খাদ্য ও পানীয় থাকবে| মাংস হবে নরম ও সুস্বাদু|
কিন্তু এখন, সমস্ত জাতি ও লোকদের একটি ঘোমটা আচ্ছাদিত করছে| তিনি এই ঘোমটা নষ্ট করে দেবেন| কিন্তু মৃত্যু চিরতরে ধ্বংসপ্রাপ্ত হবে| আমার সদাপ্রভু প্রত্যেকটি মুখ থেকে প্রতিটি অশ্রুকণা মুছিযে দেবেন| অতীতে তাঁর সমস্ত অনুরাগী ভক্তরা ছিল বিষণ্ন| কিন্তু ঈশ্বর পৃথিবী থেকে মুছে দেবেন বিষণ্নতা| এ সমস্তই ঘটবে কারণ প্রভু এসব ঘটনার কথাই বলেছেন|
 
সে সময় লোকরা বলবে,
“এই তো আমাদের ঈশ্বর|
তিনিই সেই যার জন্য আমরা প্রতীক্ষারত|
তিনি আমাদের রক্ষা করতে এসেছেন|
আমরা আমাদের প্রভুর প্রতীক্ষায় আছি|
তাই তিনি আমাদের রক্ষা করার সময় আমরা সুখী এবং আনন্দিত হব|”
10 এই পর্বতে প্রভুর শক্তি বিরাজমান|
তাই মোয়াব পরাজিত হবে|
আবর্জনার স্তূপে খড়ের ওপর দিয়ে হেঁটে যাবার মতো
প্রভু শত্রুদের পদদলিত করবেন|
11 সাঁতার কাটা মানুষের মতো প্রভু তাঁর বাহু প্রসারিত করে
লোকে যেসব জিনিস নিয়ে গর্ব করে সেসব জিনিসকে একত্রিত করবেন|
তিনি মানুষের তৈরী সুন্দর সুন্দর জিনিসগুলোকে
দূরে ছুঁড়ে ফেলে দেবেন|
12 প্রভু মানুষের লম্বা প্রাচীর ও নিরাপদ জায়গাগুলিকে ধ্বংস করে
মাটির ধূলোয় মিশিয়ে দেবেন|