13
কটিবস্ত্রের সংকেত
প্রভু আমাকে যা বলেছেন তা হল: “যিরমিয়, যাও একটি ক্ষৌম কটি বস্ত্র কিনে আনো এবং ওটি তোমার কটিদেশের চারপাশে শক্ত করে জড়াও| ওটিকে ভিজতে দিও না|”
সুতরাং আমি একটি কটি বস্ত্র কিনে আনলাম| প্রভুর কথা মতো কোমরে জড়িয়ে নিলাম| দ্বিতীয়বার প্রভুর বার্তা আমার কাছে এলো| এই ছিল বার্তা: “যিরমিয়, কিনে আনা কটিটি পরে তুমি ফরাৎ নদীর কাছে যাও| সেখানে কটিটি একটি পাথরের ফাঁকে লুকিয়ে রাখো|”
সুতরাং আমি প্রভুর কথা মতো ফসু নদীর কাছে গিয়ে কটিটি লুকিয়ে রাখলাম| অনেকদিন পরে প্রভু আমাকে বললেন, “যিরমিয়, এখন তুমি আবার ফরাৎ নদীর কাছে গিয়ে লুকোনো কটিটি নিয়ে এসো|”
তখন আমি আবার ফরাতের কাছে গিয়ে পাথরের ফাঁক থেকে কটিটি বের করার পর দেখলাম যে ওটা নষ্ট হয়ে গিয়েছে| আর কোন মতেই ওটা পরার মতো অবস্থায় নেই|
তখন আবার প্রভুর বার্তা আমার কাছে এলো| প্রভু যা বলেছিলেন, “যেমন ঐ কটিটি নষ্ট হয়ে গিয়েছে ঠিক তেমনি আমি যিহূদা এবং জেরুশালেমের অহঙ্কারী মানুষদের ধ্বংস করে দেব| তাদের দর্প চূর্ণ করব| 10 আমি যিহূদার সমস্ত দুষ্ট ও অহঙ্কারী লোকদের ধ্বংস করে দেব| তারা আমার বার্তাসমূহ শুনতে অস্বীকার করেছিল| তারা একগুঁয়ে, জেদী| তারা নিজের মতো করে চলেছে| তারা অন্য দেবতাদের পূজা করেছে| যিহূদার লোকদের অবস্থা হবে ঐ কটির মতো| তারা ধ্বংস হবেই| 11 একজন ব্যক্তি যেমন করে কোমরে কটি বস্ত্র জড়ায ঠিক তেমন করে আমি ইস্রায়েল এবং যিহূদার সমস্ত লোককে আমার কোমরের চারপাশে জড়িয়ে নিলাম| এটি হল প্রভুর বার্তা| “আমি ঐ সব মানুষদের নিজের লোকে পরিণত করার জন্যই এটা করেছিলাম| ওরা আমার নিজস্ব লোকে পরিণত হলে আমি মান সম্মান খ্যাতি সব কিছু পেতাম| কিন্তু ওরা আমার কথা শুনল না|”
যিহূদার প্রতি সতর্কবাণী
12 “যিরমিয়, যিহূদার লোকদের বলো: ‘প্রভু, ইস্রায়েলের ঈশ্বর যা বললেন তা হল: চামড়ার তৈরী প্রত্যেকটি দ্রাক্ষারস রাখার থলি দ্রাক্ষারসে ভরে থাকা উচিৎ‌|’ ওরা তোমাকে মৃদু হেসে বলবে, ‘আমরা কি জানি না যে প্রতিটি চামড়ার তৈরী দ্রাক্ষারস রাখার থলি দ্রাক্ষারসে পূর্ণ থাকা উচিৎ‌|’ 13 তখন তুমি তাদের বলবে, ‘প্রভু যা বলেছেন তা হল: আমি এই দেশের সমস্ত লোককে অর্থাৎ‌ দায়ুদের সিংহাসনে উপবিষ্ট রাজাদের, যাজকদের, ভাববাদীদের এবং জেরুশালেমের সমস্ত লোকদের মৎততায পূর্ণ করব| 14 যিহূদার লোকরা আমার কারণে হোঁচট খাবে এবং পরস্পরের ঘাড়ে পড়বে| পিতাপুত্র মিলেও পা জড়াজড়ি করবে আর হোঁচট খেয়ে আছড়ে পড়বে|’ এই হল প্রভুর বার্তা| ‘আমার সমবেদনাকে আমি যিহূদার লোকদের ধ্বংস করা থেকে বিরত করতে দেব না| যিহূদার লোকদের ধ্বংস করার ক্ষেত্রে আমি বিন্দুমাত্র বিচলিত হব না|’ ”
 
15 মনোযোগ দিয়ে শোন|
প্রভু তোমাদের সঙ্গে কথা বলেছেন|
তোমরা গর্ব করো না|
16 তোমাদের প্রভু ঈশ্বরকে সম্মান করো|
তাঁর প্রশংসা করো, না হলে তিনি অন্ধকার বয়ে আনবেন|
যেখানে তোমরা আলোর জন্য অপেক্ষা করছ এবং আশা করছ,
সেই অন্ধকার পাহাড়গুলিতে হোঁচট খাবার আগে এবং পড়বার আগে
প্রভুর প্রশংসা কর, নাহলে তিনি সেটাকে ভয়াবহ অন্ধকারে পরিণত করবেন|
তিনি আলোটিকে গাঢ় অন্ধকারে পরিবর্তিত করবেন|
17 যদি তোমরা প্রভুর কথা না শোন,
তোমাদের অহঙ্কার আমাকে ভীষণ দুঃখ দেবে|
আমি মুখ লুকিয়ে চিৎকার করে কাঁদব|
আমার চোখ দিয়ে অঝোরে অশ্রু-ধারা বইতে থাকবে|
কারণ প্রভুর পালকে বন্দী করে নিয়ে যাওয়া হবে|
18 রাজা এবং তাঁর স্ত্রীকে বলো,
“সিংহাসন থেকে নেমে এসো|
তোমাদের চোখ ধাঁধানো রাজমুকুট মাথা থেকে খসে পড়ছে|”
19 নেগেভের মরু শহরগুলিতে তালা লাগানো হয়েছে
এবং কোন ব্যক্তি তা খুলতে পারবে না|
যিহূদার সমস্ত মানুষকে নির্বাসনে পাঠানো হয়েছে|
তাদের জেলের কয়েদীদের মতো বয়ে নিয়ে যাওয়া হয়েছে|
 
20 জেরুশালেম দেখ! উত্তর দিক থেকে শত্রুরা আসছে|
তোমার মেষের পাল* মেষের পাল এখানে ‘পাল’ শব্দটি বোঝায় জেরুশালেমের আশেপাশের সব শহরকে, জেরুশালেম হচেছ মেষপালক আর যিহূদার শহরগুলি তার মেষের পাল| কোথায়?
ঈশ্বর তোমাদের ঐ চমৎ‌‌কার মেষের পালটি দিয়েছিলেন|
তোমাদের ওটার দেখাশোনা করবার কথা ছিল|
21 প্রভু যখন তোমার কাছে তোমার মেষের পালের হিসেব দিতে বলবেন,
তখন তুমি কি বলবে?
কথা ছিল তুমি তোমার লোকদের ঈশ্বর সম্বন্ধে শিক্ষা দেবে|
তোমার নেতাদের তাদের নেতৃত্ব দেবার কথা ছিল|
কিন্তু তারা তাদের কাজ করেনি|
তাই তোমাকে বেশী দুঃখ যন্ত্রণা সহ্য করতে হবে|
সে যন্ত্রণা হবে একজন মহিলার প্রসব যন্ত্রণার মতো|
22 তুমি হয়তো নিজেকে জিজ্ঞেস করবে,
“আমার ক্ষেত্রে এইসব খারাপ ব্যাপারগুলো কেন ঘটল?”
তোমার অনেক পাপের জন্য ঐ সব ঘটেছে|
তোমার পোশাক ছিঁড়ে ফেলা হয়েছে এবং তোমার জুতোকেই নিয়ে চলে গেছে|
তারা তোমাকে বিব্রত, বিরক্ত করার জন্যই ওগুলো করেছে|
23 একজন কালো চামড়ার মানুষ কখনও তার গায়ের রক্ত পালটাতে পারে না|
এবং চিতাও তার গায়ের দাগ পালটাতে পারে না|
সেই রকম ভাবে জেরুশালেম তুমি কোনদিন পালটাবে না এবং ভাল কাজ করতে পারবে না|
তুমি সর্বদাই খারাপ কাজ করবে|
 
24 “আমি তোমাকে জোর করে ঘর ছাড়া করবো|
তুমি দিকবিদিক ছোটাছুটি করবে|
তুমি ভূষির মতো মরু ঝড়ে উড়ে যাবে|
25 এসবই তোমাদের ভাগ্য়ে ঘটবে|
তোমাদের ব্যাপারে আমার এটাই পরিকল্পনা|”
এই হল প্রভুর বার্তা|
“কেন এটা ঘটবে?
কারণ তুমি আমায় ভুলে গিয়েছিলে|
তুমি মূর্ত্তিদের বিশ্বাস করেছিলে|
26 জেরুশালেম আমি তোমাকে উলঙ্গ করে ছাড়ব|
সবাই তোমাকে দেখবে|
তুমি লজ্জিত হবে|
27 তোমার ভয়াবহ কাজ আমি দেখেছি|
আমি তোমাকে একজন ব্যাভিচারিণীর মত হাসিমুখে
তোমার প্রেমিকদের সঙ্গে যৌনসহবাস করতে দেখেছি|
আমি তোমাকে মাঠে-ঘাটে এবং পাহাড় চূড়ায় বেশ্যার মত ব্যবহার করতে দেখেছি|
জেরুশালেম! এর জন্য তোমার জীবনে চরম দুর্দিন ঘনিয়ে আসবে|
আমি অবাক হয়ে ভাবছি আর কতদিন তুমি এইসব নোংরা পাপ কাজ করে যাবে|”
 

*13:20: মেষের পাল এখানে ‘পাল’ শব্দটি বোঝায় জেরুশালেমের আশেপাশের সব শহরকে, জেরুশালেম হচেছ মেষপালক আর যিহূদার শহরগুলি তার মেষের পাল|