18
কুমোর এবং কাদামাটি
যিরমিয়র কাছে প্রভুর এই বার্তা এসেছিল: “যিরমিয় যাও, কুমোরের বাড়ি যাও| কুমোরের ঘরে আমি তোমাকে আমার বার্তা জানাব|”
তাই আমি কুমোরের বাড়ি গিয়েছিলাম| আমি দেখেছিলাম কুমোর তার চাকায়় কাদামাটি নিয়ে কাজ করছে| কাদামাটি দিয়ে সে একটি পাত্র তৈরী করছিল| কিন্তু কোথাও কোন গণ্ডগোল হচ্ছিল| তাই কুমোর আবার কাদামাটি চড়াচ্ছিল নতুন পাত্র তৈরীর জন্য| মনের মতো করে হাত দিয়ে সে পাত্রের আকার গড়তে চাইছিল|
তখন প্রভুর বার্তা এসে পৌঁছালো আমার কাছে: “ইস্রায়েলের পরিবার, তোমরা জানো যে আমি (ঈশ্বর) তোমাদের সঙ্গে এই রকমই করতে পারি| তোমরা হলে কুমোরের হাতে রাখা কাদামাটি আর আমি হলাম কুমোর| হয়তো এমন সময় আসতে পারে যখন আমি তোমাদের একটি দেশ অথবা একটি রাজ্যের সম্বন্ধে কথা বলব| আমি হয়ত বলতে পারি যে আমি ঐ দেশটিকে গড়ে তুলব| আবার এও বলতে পারি যে আমি ঐ দেশটি ও তার রাজধানীকে ধ্বংস করব| কিন্তু ঐ জাতির লোকরা হয়তো তাদের হৃদয় ও মনের পরিবর্তন করতে পারে| হয়তো তারা আর পাপ কাজসমূহ করবে না| তখন আমিও মত পরিবর্তন করব| তাহলে ঐ জাতির জন্য আমি আর ধ্বংস বয়ে আনব না| আবার সেখানে অন্য এক সময় আসতে পারে যখন আমি আরেকটি জাতির কথা বলবো| আমি হয়ত বলব যে আমি ঐ জাতিটিকে গড়ে তুলব এবং স্থাপন করব| 10 কিন্তু আমি যদি দেখি ঐ জাতি খারাপ কাজ করছে এবং আমাকে অমান্য করছে, তাহলে আমাকেও ঐ জাতির জন্য ভাল কাজ করবার যে পরিকল্পনা করেছিলাম তার সম্বন্ধে আবার বিবেচনা করতে হবে|
11 “অতএব, যিরমিয়, যিহূদা এবং জেরুশালেমের লোকদের এটা বলো, ‘প্রভু যা বলেছেন তা হল: এই মূহুর্তে আমি তোমাদের জন্য অশান্তি তৈরী করছি| আমি তোমাদের বিরুদ্ধে পরিকল্পনা করছি| সুতরাং অসৎ‌ কাজ করা বন্ধ করো| প্রত্যেকে ভালো হওয়ার চেষ্টা করো|’ 12 কিন্তু যিহূদার লোকরা উত্তর দেবে, ‘চেষ্টা করে আমাদের বদলাতে চাইলে কোন লাভ হবে না| আমরা যা চাইছি তাই করে যাব| প্রত্যেকেই তার শয়তান হৃদয় যা চাইছে তাই করে যাচ্ছে|’ ”
 
13 প্রভু যা বলেছেন শোন:
 
“অন্য দেশগুলিকে এই প্রশ্নগুলো করো:
‘ইস্রায়েল যে খারাপ কাজগুলো করেছে সেইগুলো অন্য কোন লোককে কখনও করতে শুনেছ?’
ইস্রায়েল হল ঈশ্বরের বিশেষ কেউ|
ইস্রায়েল হল ঈশ্বরের কনের মতো|
14 তোমরা জানো যে প্রস্তরখণ্ড কখনও নিজের ইচ্ছেয় মাঠ ছেড়ে যেতে পারে না|
তোমরা জানো যে লিবানোনের পর্বত শৃঙ্গের বরফ কখনোও গলে যায় না|
তোমরা জানো যে শৈত্য প্রবাহ কখনও শুষ্ক হয়ে যায় না|
15 কিন্তু আমার লোকরা আমাকে ভুলে
অসার মূর্ত্তিদের সামনে নৈবেদ্য সাজাচ্ছে|
আমার লোকরা তাদের এই কৃতকার্যের জন্য হোঁচট খাচ্ছে|
তারা তাদের পূর্বপুরুষদের তৈরী পুরানো পথেও হোঁচট খাচ্ছে|
আমার লোকরা আমাকে ভালো রাস্তায় অনুসরণ করার চেয়ে
বরং পিছনের রাস্তায় এবং খারাপ রাস্তা দিয়ে হাঁটবে|
16 সুতরাং যিহূদা শূন্য মরুভূমিতে পরিণত হবে|
লোকরা তাদের দেশের এই করুণ অবস্থা দেখে প্রচণ্ড আঘাত পাবে|
তারা শুধু শিস্ দিতে দিতে মাথা নাড়বে|
17 আমি যিহূদার লোকদেরও ছড়িয়ে দেব|
তারা তাদের শত্রুদের কাছ থেকে পালিয়ে যাবে|
আমি পূর্বদিকের ঝড়ের মত যিহূদার লোকদের ছত্রভঙ্গ করে দেব|
ধ্বংস করে দেব ওদের|
ওরা দেখতে পাবে আমি ওদের সাহায্য না করে
দিব্যি ওদের ছেড়ে চলে যাচ্ছি|”
যিরমিয়র চতুর্থ অভিযোগ
18 তখন যিরমিয়র শত্রুরা বলল, “এসো আমরা একত্রে মিলে যিরমিয়র বিরুদ্ধে চক্রান্তের উপায় বের করি| যাজকের দেওয়া অনুশাসনের শিক্ষা নিশ্চয়ই হারিয়ে যাবে না এবং জ্ঞানীদের উপদেশ আমাদের সঙ্গে আছে| ভাববাদীদের কথাও আমাদের সঙ্গে এখনও আছে| সুতরাং চলো যিরমিয়র বিরুদ্ধে আমরা স্যুা প্রচার চালাই| এই প্রচারই তাকে শেষ করে দেবে| তার কোন কথাকেই আমরা পাত্তা দেব না|”
 
19 প্রভু আমার কথা শুনুন!
আমার যুক্তি শুনে বিচার করুন কে সঠিক|
20 আমি লোকদের সঙ্গে ভালো ব্যবহার করেছিলাম,
কিন্তু তারা আমাকে খারাপ জিনিষ প্রতিদান দিচ্ছে|
তারা আমাকে ফাঁদে ফেলতে চাইছে এবং হত্যা করতে চাইছে|
প্রভু, ঐ লোকদের ভালো করবার জন্য
এবং ওদের ওপর রাগ করা বন্ধ করবার জন্য
আপনার কাছে কত ভিক্ষা করেছিলাম মনে করুন|
21 সুতরাং ওদের ছেলেমেয়েরা খরায় অনাহারে মরল|
শত্রুরা ওদের পরাজিত করুক|
তাদের মহিলারা সন্তান হারাক|
তারা বিধবাও হয়ে যাক| যিহূদার সমস্ত পুরুষকে হত্যা করা হোক্|
ওদের স্ত্রীরা বিধবার জীবনযাপন করুক|
যুদ্ধে মারা যাক যিহূদার সমস্ত যুবক|
22 ঘরে ঘরে কান্নার রোল উঠুক|
যখন আপনি হঠাৎ‌‌ ওদের বিরুদ্ধে শত্রুর আক্রমণ ঘটাবেন তখন ওরা কাঁদুক|
এই সব কিছু ঘটুক কারণ আমার শত্রুরা আমাকে ফাঁদে ফেলতে চেয়েছিল|
তারা আমার জন্য ফাঁদ পেতে রেখেছিল
তার মধ্যে পড়বার জন্য|
23 প্রভু, আমাকে হত্যা করবার জন্য ওরা যে পরিকল্পনা করেছিল আপনি তা জানেন|
ওদের এই অপরাধ ক্ষমা করবেন না|
ওদের পাপকে মুছে দেবেন না|
আমার শত্রুদের ধ্বংস করে দিন|
যখন আপনি রুদ্ধ হবেন তখন ওদের শাস্তি দেবেন!