35
দায়ূদের একটি গীত|
হে প্রভু, আমার বিরোধীপক্ষের বিরুদ্ধে যুদ্ধ করুন!
যারা আমার সঙ্গে যুদ্ধ করেছে তাদের সঙ্গে আপনি যুদ্ধ করুন!
প্রভু, ঢাল এবং বর্ম তুলে নিন|
উঠুন এবং আমায় সাহায্য করুন|
বর্শা এবং বল্লম হাতে তুলে নিন
এবং যারা আমার বিরুদ্ধে রয়েছে তাদের সঙ্গে যুদ্ধ করুন|
হে প্রভু আমার আত্মাকে বলুন, “আমি তোমায় উদ্ধার করবো|”
 
কিছু লোক আমাকে হত্যা করতে চাইছে|
ওদের পরাজিত এবং লজ্জিত করুন|
এমন করুন যেন ওরা পিছন ফিরে পালিয়ে যায়|
ওরা আমায় আঘাত করার চক্রান্ত করছে|
ওদের পরাজিত ও নাস্তানাবুদ করে ছাড়ুন|
ওদের তুষের মত বাতাসে উড়িয়ে দিন|
প্রভুর দূত যেন ওদের ধাওয়া করে|
প্রভু ওদের পথ অন্ধকারময় এবং পিচ্ছিল করে দিন|
প্রভুর দূত যেন ওদের তাড়া করে|
আমি ওদের কাছে কোন ভুল কাজ করিনি কিন্তু ঐসব লোক আমাকে ফাঁদে ফেলতে চাইছে|
সম্পূর্ণ বিনা কারণে ওরা আমায় ফাঁদে ফেলতে চাইছে|
তাই প্রভু, ওদের নিজেদের ফাঁদেই ওদের ফেলুন|
নিজেদের জালেই ওরা হোঁচট খাক্|
কোন অজানা বিপদ যেন ওদের উপরে বর্তায়|
তখন আমি প্রভুতে আনন্দ করবো|
তিনি যখন আমায় উদ্ধার করবেন তখন আমি সুখী হবো|
10 আমার সমস্ত সত্ত্বা দিয়ে আমি বলব, “প্রভু আপনার মত কেউই নেই|
শক্তিশালী লোকেদের হাত থেকে আপনি একজন দুর্বল লোককে বাঁচিয়েছেন|
আপনি একজন দরিদ্র লোককে উদ্ধার করেন
যার কাছ থেকে লোকে চুরি করতে চেষ্টা করে|”
11 একদল মিথ্যা সাক্ষী আমায় আঘাত করবার জন্য পরিকল্পনা করছে|
ওরা আমায় নানা প্রশ্ন জিজ্ঞাসা করবে| আমি কিন্তু জানি না ওরা কি বিষয়ে বলছে|
12 আমি কেবলমাত্র ভাল কাজই করেছি|
কিন্তু ওরা আমার প্রতি খারাপ কাজই করবে|
প্রভু, যে রকম ভালো জিনিস আমার প্রাপ্য তা আমায় দিন|
13 যখন ওরা অসুস্থ হয়েছিলো, আমি ওদের জন্য দুঃখ পেয়েছিলাম|
উপবাসের মাধ্যমে আমি সেই দুঃখ প্রকাশ করেছি|
ওদের জন্য প্রার্থনা করে এটাই কি আমার প্রাপ্য?
14 ঐসব লোকদের জন্য আমি দুঃখের পোশাক পরেছিলাম এবং ওদের আমি আমার বন্ধুর মত, এমন কি ভাইযের মত দেখেছিলাম|
মায়ের মৃত্যুর পর যে লোকটা কাঁদে আমি তার মতই দুঃখিত ছিলাম|
ওদের দুঃখের কারণে আমি কালো কাপড় পরেছিলাম এবং দুঃখে মাথা নত করে আমি হাঁটাচলা করতাম|
15 কিন্তু যখন আমি একটু ভুল করলাম, ওরা আমায় উপহাস করলো|
ওরা আসলে প্রকৃত বন্ধু ছিল না|
আমি ওদের চিনতামও না, কিন্তু চারিদিক থেকে ওরা আমায় ঘিরেছিল এবং আক্রমণ করেছিল|
16 অত্যন্ত খারাপ ভাষায় ওরা আমায় বিদ্রূপ করেছে|
ওরা আমার বিরুদ্ধে ক্রোধ দেখিয়ে দাঁত কিড়মিড় করে|
 
17 হে আমার প্রভু, আর কতদিন আপনি এইসব খারাপ ঘটনা ঘটতে শুধুই দেখে যাবেন?
ওরা আমায় ধ্বংস করতে চাইছে|
হে প্রভু, আমার জীবন রক্ষা করুন|
আমার প্রিয় জীবনকে ওদের থেকে রক্ষা করুন| ওরা সিংহের মত হিংস্র|
 
18 প্রভু মন্দিরের মহাসমাজে আমি আপনার প্রশংসা করবো|
সেই বলবান জনতার সামনে আমি আপনার প্রশংসা করবো|
19 ঐসব শত্রুকে কোন কারণেই আমাকে ঘৃণা করতে অথবা পরাজিত করতে দেবেন না|
আমাকে ওদের বিদ্রূপের পাত্র হতে দেবেন না|
ওদের গোপন পরিকল্পনার জন্য ওরা অবশ্যই শাস্তি পাবে|
20 আমার শত্রুরা প্রকৃতপক্ষে শান্তির জন্য পরিকল্পনা করছে না|
ওরা দেশের শান্তিপ্রিয় লোকদের বিরুদ্ধে অনিষ্টকর কাজ করার জন্য গোপনে পরিকল্পনা করছে|
21 শত্রুরা আমার সম্পর্কে বাজে কথা বলে চলেছে|
ওরা মিথ্যা কথা বলে, ওরা বলে “হ্যাঁ হ্যাঁ জানি, তুমি কি করছো|”
22 হে প্রভু আপনি অবশ্যই দেখতে পাচ্ছেন প্রকৃতপক্ষে কি ঘটছে|
তাই, চুপ করে থাকবেন না|
আমায় ছেড়ে যাবেন না|
23 প্রভু, উঠুন! জাগুন!
হে আমার প্রভু, আমার ঈশ্বর, আমার জন্য লড়াই করুন, আমাকে ন্যায় বিচার দিন|
24 প্রভু, আমার ঈশ্বর, আপনার নিরপেক্ষতা দিয়ে আমার বিচার করুন|
ঐ লোকগুলোকে আমার প্রতি বিদ্রূপ করতে দেবেন না|
25 ওরা যেন বলতে না পারে, “হ্যাঁ! এইতো আমরা যা চেয়েছি, তাই পেয়েছি!”
ওরা যেন বলতে না পারে, “আমরা ওকে ধ্বংস করেছি!”
26 আমি আশা করি, আমার সব শত্রু লজ্জিত ও অপমানিত হবে|
যখন আমার কিছু খারাপ হয়েছিল, তখন ওরা খুব খুশী হয়েছিল|
ওরা ভেবেছিলো ওরা আমার থেকে বেশী ভালো!
তাই, ওই সব লোক যেন লজ্জা ও অবমাননায় ঢেকে যায়|
27 কিছু লোক চায় আমার ভালো হোক্| আমি আশা করি, ওরা প্রচণ্ড সুখী হবে!
ওরা সব সময় বলে, “প্রভু মহান!
যা তাঁর দাসের পক্ষে মঙ্গলকর, তিনি তাই চান|”
 
28 তাই হে প্রভু, আমি লোকদের বলি, আপনি কত ভাল|
প্রতিদিনই আমি আপনার প্রশংসা করি|