58
পরিচালকের প্রতি: “বিনাশ করো না” গানটির পর্দায় গাওয়া দায়ূদের একটি মিকতাম|
ওহে বিচারকগণ, তোমরা তোমাদের বিচারে ন্যায় সঙ্গত নও|
তোমরা সৎ‌ভাবে লোকের বিচার করছো না|
না, তোমরা শুধুই খারাপ কাজ করার কথা ভাবো|
এই দেশে তোমরা হিংসাত্মক অপরাধসমূহ কর|
সেই সব মন্দ লোক যখনই জন্মায় তখন থেকেই ওরা ভুল কাজ করতে শুরু করে|
জন্ম থেকেই ওরা মিথ্যাবাদী|
ওদের ক্রোধ সাপের বিষের মতই ভয়ঙ্কর এবং বধির গোখরে সাপের মত|
ওরা সত্য কথা শুনতে অস্বীকার করে|
গোখরে সাপরা সাঁপুড়ের বীণের সুর বা গান শুনতে পায় না|
ঐসব মন্দ লোকরাও সেইসব সাপের মত, কারণ তারা কু-চক্রান্ত করে|
 
প্রভু, ঐ লোকগুলো সিংহের মত|
তাই হে প্রভু, ওদের দাঁতগুলো ভেঙে দিন|
নর্দমা দিয়ে যেমন জল গড়িয়ে যায়, ঐ লোকগুলোও যেন সেভাবেই অদৃশ্য হয়ে যায়|
পথের ধারে আগাছার মত ওরা যেন বিনষ্ট হয়|
ওরা শামুকের মত হোক্, নড়বার সময় যেন গলে গলে যায়|
ওরা যেন জন্ম-মৃত শিশুর মত কোনদিন দিনের আলো না দেখে|
যে কাঁটাঝোপকে জ্বালানী হিসেবে জ্বালিয়ে রান্নার পাত্র গরম করা হয়
ওরা যেন সেই কাঁটাঝোপের জ্বালানীর মত বিনষ্ট হয়|
 
10 একজন সৎ‌ লোক তখন খুশী হবে যখন সে দেখবে
তার প্রতি করা অন্যায় কাজের জন্য মন্দ লোকরা শাস্তি পাচ্ছে|
সে সেই রকম সৈনিকের মত হবে যে
তার সমস্ত শত্রুদের পরাজিত করেছে|* সে … করেছে আক্ষরিক অর্থে, “সে তার পা-দুটো দুষ্ট লোকেদের রক্ত দিয়ে ধোবে|”
11 যখন এটা ঘটবে, তখন লোকে বলবে: “সৎ‌ লোকেরা সত্যিই পুরস্কৃত|
সত্যই একজন ঈশ্বর আছেন যিনি পৃথিবীর বিচার করেন|”
 

*58:10: সে … করেছে আক্ষরিক অর্থে, “সে তার পা-দুটো দুষ্ট লোকেদের রক্ত দিয়ে ধোবে|”