^
প্রথম রাজাবলি।
দায়ূদের বৃদ্ধ বয়স। শলোমনের রাজ্যাভিষেক।
দায়ূদের মৃত্যু।
শলোমনের রাজত্ব শক্তভাবে প্রতিষ্ঠিত হল।
শলোমনের বিয়ে ও প্রার্থনা
শলোমনের জ্ঞান ও ধনসম্পদ
মন্দির তৈরীর জন্য শলোমনের আয়োজন।
শলোমনের মন্দির নির্মাণ
শলোমনের পাকা বাড়ি তৈরী।
উপাসনা ঘরের আসবাবপত্রের বর্ণনা।
মন্দির প্রতিষ্ঠা।
শলোমনের কাছে ঈশ্বরের প্রতিজ্ঞা ইত্যাদি।
শলোমনের কাছে শিবা দেশের রাণীর আগমন।
শলোমনের ধনসম্পত্তি
শলোমনের পাপে পতন ও তার ফল।
রহবিয়ামের রাজ্যাভিষেক।
দশ গোষ্ঠীর বিদ্রোহ।
যারবিয়ামের প্রতিমাপূজা স্থাপন।
একজন ভাববাদীর বর্ণনা।
যারবিয়ামের বিরুদ্ধে অহিয়ের ভাববাণী।
যিহূদার রাজা রহবিয়াম, অবিয় ও আসার বর্ণনা।
ইস্রায়েলের নাদব প্রভৃতি চারজন রাজার বর্ণনা।
অম্রি ও আহাব রাজার বর্ণনা।
এলিয়ের বর্ণনা।
বালদেবের যাজকদের লজ্জিত ও নিহত হবার বর্ণনা।
এলিয়ের মরুভূমিতে পলায়ন। ইলীশায়ের আহ্বান।
আহাবের মাধ্যমে অরামীয় রাজার পরাজয়।
নাবোতের হত্যা ও তার জন্য আহাবের শাস্তি নির্ণয়।
আহাবের অবাধ্যতা ও মৃত্যু।
যিহোশাফটের মৃত্যু ও অহসিয়ের রাজ্যাভিষেক।