^
দ্বিতীয় বিবরণ
মরুভূমিতে ইস্রায়েলীয়দের ইতিহাস।
মোশির দ্বিতীয় বক্তৃতা।
দশ আজ্ঞার পুনরুক্তি।
আদেশ পালন করতে অনুরোধ।
কনানীয়দের থেকে আলাদা থাকতে নির্দেশ।
ইস্রায়েলের প্রতি ঈশ্বরের দয়া।
ইস্রায়েলীয়দের আবার বচসা ও অবাধ্যতার বিবরণ।
আজ্ঞাবহ হবার উপদেশ।
ঈশ্বরীয় ব্যবস্থা আবার বলা।
ঈশ্বরের বিশেষ আরাধনার জায়গা নির্ধারণ।
দেবতা পূজা এবং খারাপ খাবার খাওয়া নিষেধ।
দশমাংশ, প্রথমাংশ ও মোচনবছরের নিয়ম।
বছরের প্রধান তিনটি পর্বের নিয়ম।
বিচারক ও রাজাদের কর্তব্য।
নানা ধরনের আদেশ।
যুদ্ধের বিষয়ে নিয়ম।
নানা বিষয়ে আদেশ।
প্রথমাংশ ও দশমাংশ বিষয়ে নিয়ম।
মোশির তৃতীয় প্রচার।
কনান দেশে ব্যবস্থা ঘোষণা করার আদেশ।
ঈশ্বরের আশীর্বাদ ও অভিশাপ।
মোশির চতুর্থ প্রচার।
ইস্রায়েলীয়দের ঈশ্বরের নিয়ম গ্রহণ।
যিহোশূয়ের প্রতি ঈশ্বরের আশ্বাস বাক্য।
মোশির গান।
ইস্রায়েলের প্রতি মোশির আশীর্বাদ।
মোশির মৃত্যু।